চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলার দর্শনা বাজারের সেলুনে সুইপারদের চুল কাটা নিয়ে প্রতিবাদ করায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার’র হাতে এক ব্যবসায়ী লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। প্রতিবাদে বাজারের ব্যাবসায়ীরা তাকে প্রায় ঘন্টাব্যাপী অবরুদ্ধ করে রাখে। অবশেষে বাজার কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় প্রভাবশালী এক রাজনৈতিক নেতার হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থা থেকে তিনি মুক্ত হন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার বেলা ১২ টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান পুলিশ প্রহরায় দর্শনা রেলবাজারে দুইটি সেলুনে সুইপারদের চুল কাটাচ্ছিলেন। এসময় বাজারের ব্যবসায়ী মসজিদ মার্কেটের ওয়ালিদ গার্মেন্টন্সের মালিক আজাহার এ ব্যাপারে প্রতিবাদ জানালে নির্বাহী অফিসার তার শার্টের কলার চেপে ধরে তাকে লাঞ্চিত করেন। মুহুর্তের মধ্যে এ খবর বাজারে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে ঘটনাস্থলে ছুটে গিয়ে ব্যবসায়ীকে লাঞ্চিত করার প্রতিবাদে নির্বাহী অফিসারকে প্রায় ঘন্টাব্যাপী অবরুদ্ধ করে রাখে। এসময় ব্যবসায়ীদের মারমুখী চাপে পুলিশও অসহায় হয়ে পড়ে। অবস্থা বেগতি দেখে দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সেক্রেটারী সাবির হাসান মিকা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে এসে বিক্ষুব্ধ ব্যবসায়ীদের শান্ত করে উপজেলা নির্বাহী অফিসারকে মুক্ত করেন। পরে দামুড়হুদা থানা পুলিশের সহযোগীতায় তিনি দর্শনা ত্যাগ করেন।
এ ব্যপারে জানতে উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমানের সাঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য, দর্শনায় বসবাসরত সুইপারা দীর্ঘদিন ধরে সমাজের অন্যান্য সম্প্রদায়ের মানুষের সাঙ্গে একই সেলুনে চুলকাটা ও হোটেলে খাবার খাওয়ার দাবি জানিয়ে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে কাউকে না জানিয়ে হঠাৎ করে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান সুইপারদের নিয়ে দর্শনা রেলবাজারে পুলক ও বিদ্যুৎ সেলুনে চুল কাটাতে গেলে এ ঘটনা ঘটে।